নেতানিয়াহু, আপনি একজন সন্ত্রাসী, দখলদার: এরদোগান

পপুলার২৪নিউজ ডেস্ক :

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হওয়ার পর বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের উত্তরাঞ্চলের আদানায় টেলিভিশনে দেয়া এক ভাষণে রোববার তিনি বলেন, হে নেতানিয়াহু, আপনি একজন দখলদার, একজন দখলদার হিসেবেই আপনি ওই ভূমিতে অবস্থান করছেন। একইভাবে আপনি একজন সন্ত্রাসী।-খবর এএফপির।

এরদোগান বলেন, ফিলিস্তিনিদের নিপীড়নে আপনি যাই করুন না কেন, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমরা কখনই তা ভুলব না।

দখলদারদের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে আমাদের কোনো অনুশোচনা থাকবে না বলে জানান তিনি।

নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার দাবিতে গাজা উপত্যকায় শুক্রবারের বিক্ষোভে গুলি চালিয়ে ইসরাইলি সেনাবাহিনী ১৭ নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এতে আহত হয়েছেন অন্তত দেড় হাজার বিক্ষোভকারী।

এর আগে গাজায় অমানবিক হামলার জন্য ইসরাইলের নিন্দা জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধজাফর ইকবাল ক্যাম্পাসে ফিরছেন আজ