নিরাপত্তার জন্য সাইফকে যে পরামর্শ দিয়েছে তার ছেলে

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার পর ধীরে ধীরে সরব হচ্ছেন এ অভিনেতা। একটু একটু করে ছন্দে ফিরতে চেষ্টা করছে তার পরিবারের অন্যান্য সদস্যরাও। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এ অভিনেতা ১৬ জানুয়ারি তার উপরে ঘটে যাওয়া হামলা নিয়ে বিভিন্ন কথা বলেছেন। এতে উঠে এসেছে তার দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গির আলি খান জেহর কথা।

এ প্রসঙ্গে সাইফ জানিয়েছেন, বাবার নিরাপত্তা নিয়ে দুজনেই ভীষণ চিন্তিত। বিশেষ করে তৈমুর। ছোট ছেলে জেহ বাবার নিরাপত্তার জন্য নিজের খেলনা প্লাস্টিকের ছুরিটিই তুলে দিয়েছে সাইফকে। বাবাকে সাবধান করে পরামর্শ দিয়ে বলেছে, ‘এবার থেকে বিছানার পাশে এই ছুরিটা নিয়ে ঘুমাবে। যাতে আবার দুষ্টু লোক এলে তুমি তাকে মারতে পার!’

তৈমুরের বয়স এখন ৬ বছর। ভাইয়ের চেয়ে একটু হলেও বেশ পরিণত। তাই বাবার সঙ্গে বিষয়টি নিয়ে তার আলোচনা হয়েছে। যেমন, তৈমুরের মনে হয়েছিল ‘দুষ্টু লোক’টার সম্ভবত খুব খুদা লেগেছিল। তাই সে তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। ওকে ক্ষমা করে দেওয়া উচিত। সেই কথা সাংবাদিকদের জানিয়ে সাইফ বলেন, ‘জেহর ঘরে লোকটিকে দেখেও আমিও সেরকমই ভেবেছিলাম। ভুল ভাঙল, যখন ছুরি দিয়ে আমার শিরদাঁড়ায়, শরীরের অন্যত্র উন্মাদের মতো লোকটি কোপাতে শুরু করে। তখনই বুঝেছিলাম, কেবল খুদার তাড়নায় আমাদের বাড়িতে সে আসেনি। তাই ক্ষমা করার প্রশ্নই নেই।’

বরং এখন আফসোসে ভুগছেন অভিনেতা। জানিয়েছেন, সে রাতে ভালো করে বাড়ি সুরক্ষিত রাখেননি। রাখলে এত বড় অঘটন ঘটত না। ভাবতেই পারেননি, নিজের বাড়িতে তার পরিবারের সঙ্গে এ রকম কিছু ঘটতে পারে। এ অভিনেতা আরও জানিয়েছেন, আত্মরক্ষার জন্য তার বন্দুক রাখার অনুমতি আছে। সেদিন হাতের কাছে সেটি থাকলে না জানি কী ঘটে যেত!

হামলার পর তৈমুর নাকি ভীষণ শান্ত হয়ে গিয়েছিল এমনটাই জানিয়েছেন সাইফ। বাবার হাত ধরে জানিয়েছিল, কোনো ভয় নেই। সে বাবার পাশে আছে। এর পরেই নাকি স্ত্রী কারিনা কাপুর তাকে সাইফের সঙ্গে হাসপাতালে যাওয়ার অনুমতি দেন। জেহ তার ন্যানি গীতাকে ধন্যবাদ জানিয়েছে বলেছে, ‘গীতা আব্বাকে বাঁচিয়েছে। আব্বা আমাকে বাঁচিয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার আইএল টি-২০ চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
পরবর্তী নিবন্ধযে কারণে বন্ধ হয়ে যেতে পারে মালয়ালম সিনেমা