নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের অপমান কখনও ভুলব না: হ্যালি

পপুলার২৪নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর তোপের মুখে পড়ে অপমানিত হওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, এই অপমানের কথা যুক্তরাষ্ট্র কখনই ভুলবে না।

ট্রাম্পের ঘোষণাকে বাতিল করতে জেরুজালেম ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের পর এ কথা বলেন হ্যালি।

জেরুজালেম নিয়ে নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব উত্থাপন করে মিসর। চার স্থায়ী সদস্যসহ পরিষদের ১৪ সদস্য প্রস্তাবটি সমর্থন করেছিল।

শুধু যুক্তরাষ্ট্রই এ প্রস্তাবের বিরোধিতা করে এবং স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা আটকে দেয়। এটি গত ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম ভেটো।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি ভেটো প্রয়োগ করে বলেন, যে ইস্যুতে প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক। একই সঙ্গে বিষয়টি ভুলে যাওয়ার মতো নয় বলেও তিনি উল্লেখ করেন।

হ্যালি বলেন, এই ভেটো মার্কিন সার্বভৌমত্ব এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবিম্ব। কারণ যুক্তরাষ্ট্র রূঢ় বাস্তবতাকে মেনে নিতে পেরেছে। কিন্তু নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা তা মানতে পারছে না, যা তাদের জন্য লজ্জাজনক।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত ঘোষণা প্রত্যাখ্যান করে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল নিরাপত্তা পরিষদে। যদিও মিসরের দেয়া এ খসড়া প্রস্তাবে ট্রাম্পের ঘোষণার কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

প্রস্তাবটিতে বলা হয়েছিল, জেরুজালেমের পরিচিতি, অবস্থান বা জনসংখ্যার কাঠামোয় যে কোনো ধরনের পরিবর্তন আনার প্রচেষ্টা অবৈধ এবং নিরাপত্তা পরিষদের আগের প্রস্তাবগুলোর পরিপ্রেক্ষিতে তা বাতিল বলে গণ্য।

প্রস্তাবটির খসড়ায় আরও বলা হয়েছিল, নিরাপত্তা পরিষদের ৪৭৮ নম্বর প্রস্তাব অনুযায়ী বিশ্বের কোনো দেশ যেন জেরুজালেম শহরে তার দূতাবাস, কনস্যুলেট বা অন্য কোনো কূটনৈতিক দফতর না খোলে।

এ ছাড়া জেরুজালেমকেন্দ্রিক নিরাপত্তা পরিষদের আগের কোনো প্রস্তাব লঙ্ঘিত হয় এমন কাজ যেন কেউ না করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে ইলদিরিমের বৈঠক শুরু
পরবর্তী নিবন্ধভুটানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ