ভারতের একটি ইংরেজি দৈনিকের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে দাবি করা হয়, স্বাধীনতাকামী পাশতুন জনগোষ্ঠীর নেতা উমর দাউদ খটক বলেছেন, ভারত এবং আফগানিস্তানে নাশকতায় লিপ্ত হতে পাশতুনরা অস্বীকার করায় পাক সেনাবাহিনী প্রতিশোধ নিতে শুরু করেছে।
উমর দাউদ খটক ইন্ডিয়া লাইভ টুডেকে বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী শিগগিরই আমাদের পাশতুন জনগণের ওপর ভারী অস্ত্র প্রয়োগ করতে পারে।’
তিনি বলেন, ‘তারা আগে আমাদের সোভিয়েত রাশিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছে। এখন জঙ্গি হিসেবে ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। আমরা তা হতে দিচ্ছি না। তাই আমাদের ওপর বোমাবর্ষণ শুরু হয়েছে।’
উমর দাউদ খটকের মন্তব্য, ‘সন্ত্রাসবাদ সারা বিশ্বের জন্যই বিপদ। তাই গোটা পৃথিবীর উচিত আমাদের সমর্থন করা। কারণ পাশতুনরা পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা পেলেই পৃথিবীর এই অঞ্চলে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।’
উল্লেখ্য, পাখতুন বা পাশতুনরা হল পাকিস্তানের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী। দেশের উত্তর-পশ্চিম সীমান্তে আফগানিস্তান লাগোয়া খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এই জনগোষ্ঠীই সংখ্যাগরিষ্ঠ। তারা দীর্ঘদিন ধরেই স্বাধীনতার জন্য লড়াই করছেন।
পাশতুন অঞ্চল বলতে মূলত যে অংশকে বোঝায়, তার অধিকাংশটাই বর্তমানে আফগানিস্তানের অন্তর্ভুক্ত। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশও ওই পাশতুন অঞ্চলের মধ্যেই পড়ে।