নিখোঁজের দুদিন পর সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর ব্রিজের রেলিং থেকে খন্দকার নজরুল ইসলাম বাবুল (৫৫) নামে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে নিহতের পকেটে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন। তাদের টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে লেখা ছিল।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে করতোয়া নদীর ওপর নবনির্মিত গাড়াদহ সেতুর রেলিং থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নজরুল ইসলাম বাবুল উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের হাজী খন্দকার নজাবত আলীর ছেলে। তিনি শাহজাদপুর উপজেলার মাকড়কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
নিহতের স্বজনরা জানান, রোববার সকালে নজরুল ইসলাম স্কুলে যান, তবে ছুটির পর তিনি আর বাড়ি ফেরেননি। এর পর থেকেই নিখোঁজ ছিলেন নজরুল।
মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গাড়াদহ ব্রিজের রেলিংয়ে একটি লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ শনাক্ত করা হয়।
শাহজাদপুর থানার উপ পরিদর্শক-এসআই গোলজার হোসেন জানান, ব্রিজের অন্তত ১৫ হাত নিচ থেকে ওই শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহতের পকেটে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে কয়েকজনের নাম লেখা রয়েছে, যাদের কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন। সেই টাকা পরিষদ করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করা হয়েছে।
ওই শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।