নিউজিল্যান্ড ম্যাচে অধিনায়ককে বাইরে রেখে খেলবে ভারত?

স্পোর্টস ডেস্ক:

টানা দুই জয়ে ইতোমধ্যেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ নয় রোহিত শর্মার দলের জন্য। গুঞ্জন আছে, এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। সেই তালিকায় থাকতে পারেন অধিনায়ক রোহিতও।

গতকাল শুক্রবার অনুশীলনের আগে নিউজিল্যান্ড ম্যাচের একাদশ প্রসঙ্গে লোকেশ রাহুল বলেন, ‘যত দূর আমি জানি, কারো ফিটনেস নিয়ে সমস্যা নেই। সব ঠিকঠাক আছে। আজ অনুশীলনের পর আরো ভাল জানতে পারব। সবাই জিম, অনুশীলন করছে।’

‘দলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে এ ধরনের ম্যাচে কিছু বদলের চিন্তাভাবনা থাকেই। যারা খেলেনি তাদের একটা সুযোগ দেওয়ার চিন্তা থাকে। আমি জানি না সেটা রবিবারের ম্যাচে হবে কি না। সেমিফাইনালের আগে মাত্র এক দিন রয়েছে। আমরা ইতোমধ্যেই ছয় দিন বিশ্রাম পেয়েছি। নিশ্চিত ভাবেই সেমিফাইনালে যাতে সবাইকে পাওয়া যায় সেই চেষ্টা থাকে। তবে নিউজিল্যান্ড ম্যাচে কোনো বদল দেখা যাবে কি না তা এখনো জানি না।’-যোগ করেন তিনি।

কৌশলগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটকিপার হিসাবে খেলানো হচ্ছে রাহুলকে। ফলে বেঞ্চে বসেই সময় কাটাতে হচ্ছে ঋষভ পান্তকে। একাদশে খেলার ক্ষেত্রে পান্তুকে লড়তে হচ্ছে কি না রাহুলের সঙ্গে? এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘অবশ্যই। আমি মিথ্যা বলবো না। পান্ত খুবই প্রতিভাবান ক্রিকেটার। সে কী করতে পারে, কত দ্রুত খেলা বদলে দিতে পারে সবাই জানি।’

‘আমি না পান্ত, কাকে খেলানো হবে তা নিয়ে সব সময়েই কোচ এবং অধিনায়কের মধ্যে আলোচনা চলে। তবে আমাকে সুযোগ দেওয়া হলে সব সময়ে ভাবি দলের জন্য কী করতে পারি। পান্তের সঙ্গে লড়াইয়ের কথা মাথায় থাকে না। আমি নিশ্চিত পান্ত নিজেও তেমনটাই ভাবে। অন্য কারও মতো খেলতে কেউই চাই না’-যোগ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাবার অসুস্থতার খবর ছড়াতেই মুখ খুললেন প্রসেনজিৎ
পরবর্তী নিবন্ধযে কারণে রান আউটের আবেদন তুলে নেন স্মিথ