পপুলার২৪নিউজ ডেস্ক :
নিউইয়র্কে মুক্তধারা আয়োজিত ২৬তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার আয়োজন বসেছে। বাঙালি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব হবে।
উৎসবে অংশ নিতে ১৭ মে নিউইয়র্কে আসছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ১৮ মে আসবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। তাঁরা ১৯ মে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। মেলার অন্যান্য কার্যক্রমে উপস্থিত থাকবেন। অধ্যাপক পবিত্র সরকার মুক্তধারা বক্তৃতা ২০১৭ প্রদান করবেন। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন।
১৯৯২ সাল থেকে শুরু হওয়া এই বইমেলা প্রতিবছরই একজন লেখক-সাহিত্যিক উদ্বোধন করে আসছেন।
১৯ মে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হবে। বইমেলার উদ্বোধনী পর্বে ২৬ জন আমন্ত্রিত অতিথি মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন।
মেলায় অংশ নিতে ইতিমধ্যে অঙ্কুর প্রকাশনার প্রধান পরিচালক মেসবাহউদ্দীন আহমেদ নিউইয়র্কে এসেছেন।
বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, কথাপ্রকাশ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, নালন্দা, ভাষাচিত্র, স্টুডেন্ট ওয়েজ, থিয়েটার। কলকাতা থেকে যোগ দিচ্ছে পত্রভারতী ও সাহিত্যম।
মেলায় যোগ দিতে বাংলাদেশ থেকে এসেছেন সংগীতশিল্পী আব্দুল হাদী, শামা রহমান। ১৮ মে আসবেন বাংলাদেশের শিল্পী ফেরদৌস আরা ও কলকাতার দেবাঙ্গনা সরকার।
১৭ মে বাংলাদেশ থেকে আসবেন আমীরুল ইসলাম, আহমেদ মাযহার, হুমায়ূন কবীর ঢালী ও অভিনেত্রী শিরীন বকুল। কানাডা থেকে আসছেন লুৎফুর রহমান রিটন, ইকবাল হাসান, সালমা বাণী ও জসিম মল্লিক।