পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রাপ্য বকেয়া না দেয়ায় প্রতারণার অভিযোগে অভিনেতা ও যুব তৃণমূলের সহসভাপতি হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
পশ্চিমবঙ্গের কল্যাণী মহকুমা আদালতে এ মামলা দায়ের করেন চাকদহের শিমুরালির বাসিন্দা নাসিরুদ্দিন মণ্ডল।
শুক্রবার মামলায় আগাম জামিন নিতে আদালতে এসেছিলেন হিরণ। আদালত ২৭ ফেব্রুয়ারি তাকে ফের জামিনের আবেদন করতে বলেছেন।
হিরণের একটি নির্মাণ সংস্থা রয়েছে। দক্ষিণ দিনাজপুরের একটি কাজের ঠিকাদারি পেয়েছিল সেই সংস্থা।
সে কাজের দায়িত্ব তিনি দিয়েছিলেন চাকদহের শিমুরালির বাসিন্দা নাসিরুদ্দিন মণ্ডলের সংস্থাকে।
নাসিরুউদ্দিনের অভিযোগ, কাজ শেষ হলেও হিরণ পুরো টাকা মেটাননি। সাড়ে পাঁচ লাখ টাকা এখনও তার প্রাপ্য।
হিরণ অবশ্য দাবি করেছেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। আমি সব পাওনা মিটিয়ে দিয়েছি।’