বিশ্বে যেসব দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের হার অনেক বেশি সেগুলোর মধ্যে সৌদিআরব একটি। তবে দেশটির এক মন্ত্রী আশা করছে আগামীতে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর সড়ক দুর্ঘটনা কমবে।
নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন সৌদ বিন নায়েফ।
সৌদি আরবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ২০ জনের মৃত্যু হয়। বিশ্বের বহু দেশ নারীদের গাড়ি চালানোর বিষয়টি বহু আগেই স্বীকৃতি দিলেও সৌদি আরবে তা ছিল না। ফলে আন্তর্জাতিক পর্যায়েও দেশটির সমালোচনা ছিল।
বিশ্বের বিভিন্ন দেশে নারীরা অপেক্ষাকৃত নিরাপদ গাড়িচালক হিসেবে স্বীকৃত। নারীদের দুর্ঘটনার হারও কম। সম্প্রতি এ বিষয়টিকেই স্মরণ করিয়ে দিয়েছেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারীরা গাড়ি চালালে সড়কে নিরাপত্তার বিষয়টি শিক্ষাগত অনুশীলনে পরিণত হবে।
বৃহস্পতিবার টুইটারে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নারীরা গাড়ি চালালে সড়কে নিরাপত্তার বিষয়টি শিক্ষাগত অনুশীলনে পরিণত হবে এবং এটা দুর্ঘটনার কারণে মানুষের মৃত্যুর হার কমানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও কমবে।
”গত মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান একটি ফরমান জারি করে দেশটির নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন।
আগামী বছর জুনে থেকে ওই ফরমান কার্যকর হবে; যার মাধ্যমে সৌদি নারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
সূত্র : বিবিসি।