স্পোর্টস ডেস্ক : অধিনায়ক ও উইকেটকিপার অ্যালিসা হিলি। ওয়ানডেতে অধিনায়ক-উইকেটকিপার হিসেবে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডে পা রেখেছেন হিলি। হিলি ভেঙেছেন নেদারল্যান্ডসের বাবেত্তে ডি লিডির রেকর্ড।
মঙ্গলবার (২ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮২ রান করেন হিলি। আর তাতেই গড়েছেন এই ফরম্যাটে নতুন এক কীর্তি। এর আগে বাবেত্তের ৭৬ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ। ২০২২ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন বাবাত্তে।
এই তালিকায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও আছেন। অধিনায়ক-উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ইনিংসের তালিকায় এতোদিন দুইয়ে ছিলেন জ্যোতি। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আপাতত তিনে অবস্থান করেছেন টাইগ্রেস অধিনায়ক।
গত বছরের জুলাইয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয় হিলির। ম্যাগ ল্যানিংয়ের অবসরে গত ডিসেম্বরে তিন সংস্করণেই নেতৃত্বের দায়িত্ব পান। এর আগেও অস্ট্রেলিয়া নারী ওয়ানডে দলের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে আট ইনিংসে ব্যাট করেছেন হিলি। সেখানে তার সর্বোচ্চ ছিল ৩৮ রান।
এদিন অবশ্য আরেকটি রেকর্ডের সঙ্গী হয়েছেন হিলি। ফিবি লিচফিল্ডকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে প্রথম উইকেটে তুলেছেন ১৮৯ রান, যা ভারতের বিপক্ষে মেয়েদের ওয়ানডেতে সব মিলিয়ে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ। ম্যাচে দারুণ এক সেঞ্চুরিতে ফিবি লিচফিল্ড করেন ১১৯ রান।
হিলির রেকর্ডের দিনে দারুণ এক জয় দিয়ে সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া। অজিদের করা ৭ উইকেটে ৩৩৮ রানের জবাবে ভারত অলআউট হয় ১৪৮ রানে। অস্ট্রেলিয়ার জয় ১৯০ রানে। আগের দুই ম্যাচেও জিতেছিল অজিরা। সে হিসেবে ম্যাচের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।