নারায়ণগঞ্জে ৫ খুন: দুই ম্যাজিস্ট্রেটকে জেরা

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ খুন মামলায় আসামি ও সাক্ষীদের দেয়া জবানবন্দি গ্রহণ করা দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী।

মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত দুই ম্যাজিস্ট্রেটকে জেরা করেন সরকারের পক্ষ থেকে নিয়োগ দেয়া আসামি পক্ষের আইনজীবী সাবেক পিপি সুলতানুজ্জান।

নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন যুগান্তরকে বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডের আসামি মাহফুজ। ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করে গত বছরের ২০ জানুয়ারি আদালতে হাজির করেন।

তিনি বলেন, ওই সময় মাহফুজ দোষ স্বীকার করে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে জবানবন্দি দেয়। একই দিন ১৬৪ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলাম পাঁচজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।

জেরা শেষে আদালত তাৎক্ষণিক মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেননি বলে ওয়াজেদ আলী জানান।

আলোচিত এ মামলায় মোট ৩০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামের একটি বাড়ির নিচ তলার ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে নৃংশসভাবে শিলপাটার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে মাহফুজ।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের ১৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধআইপিএল খেলে কত পান সাকিব–মোস্তাফিজ?