নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা  

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনার আট দিন পর মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ওসি (পরিদর্শক) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চত করে জানান, সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেছেন। এতে সরকারি কাজে বাধা, জনস্বার্থ বিঘ্নিত, পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিটি কর্পোরেশনের একজন আইন কর্মকর্তা মামলার এজাহার দিলেও সেটা তিন দিনেও রেকর্ড হয়নি। অপরদিকে এমপি শামীম ওসমানের কর্মী হিসেবে পরিচিত যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম তার অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় অভিযোগ দিলেও সেটা জিডি হিসেবে গ্রহণ করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঢাবি ভিসির ওপর আক্রমণের শাস্তি দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধপ্রশ্ন ফাঁস ঠেকাতে শুক্রবার থেকে কোচিং সেন্টার বন্ধ