নাব্য সঙ্কট: পদ্মা সেতুর স্প্যান উঠছে না আজ

নদীতে নাব্য সঙ্কটের কারণে আজ পিলারে উঠছে না পদ্মা সেতুর নবম স্প্যান। তবে আগামীকাল শুক্রবার এটি ওঠানো হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির।

হুমায়ূন কবির জানান, স্প্যান বহনকারী ক্রেনের নোঙর ছিঁড়ে যাওয়ায় ও নদীর নাব্য সঙ্কটের কারণে পদ্মা সেতুর নবম স্প্যানটি আজ বসানো যাচ্ছে না। তবে আগামীকাল এটি পিলারের ওপর ওঠানো হবে।

জানা গেছে, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে (সুপার স্ট্রাকচার) ‘৬ডি’ ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে বুধবার জাজিরার নাওডোবায় পৌঁছায় তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’।

পূর্ববর্তী নিবন্ধআবরার পথচারী সেতুর নির্মাণ শুরু
পরবর্তী নিবন্ধ‘রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করলে আটক’