ময়মনসিংহের নান্দাইলে ১০০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মুশুল্লী পাঁছপড়া গ্রামের জনতা সন্দেহভাজন গাঁজাভর্তি প্রাইভেট কারটি আটক করে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাদা রঙের একটি প্রাইভেট কার মঙ্গলবার রাত ১০টার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে মুশুল্লী নামক স্থানের পাঁছপাড়া আব্দুল কাদিরের বাড়ির সামনে জনতা আটকে দেয়। পরে গাড়ির চালকসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়। এ অবস্থায় গাড়ির ভেতর খোঁজ নিয়ে দেখা যায় বেশ কিছু চটের বস্তা সারিবদ্ধ অবস্থায় রয়েছে।
খবর পেয়ে পুলিশ এসে বস্তা খোলে দেখতে পায় চটের বস্তার ভেতর গোলাকৃতির বস্তু। তার মধ্যে বিশেষ প্রক্রিয়া ছিল এসব গাঁজা। এ সময় উত্তেজিত জনতা প্রাইভেট কারটি ভাঙচুর করে গাঁজাসহ আগুন লাগানোর চেষ্টা করে। পরে পুলিশ তা নিবৃত্ত করে থানায় নিয়ে আসে। নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, বস্তায় থাকা গাঁজার পরিমাণ ৯৬ কেজির ওপর। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জড়িতদের সন্ধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।