স্পোর্টস ডেস্ক:
শিরোনাম থেকে খানিক বিভ্রান্ত হতেই পারেন, তবে বিষয়টা সত্য। খুলনার মোহাম্মদ নাইম চলতি বিপিএলে রেকর্ড গড়েছেন সত্য, তবে রেকর্ডের দোরগোড়ায় গিয়ে তাকে থামতে হয়েছে সেটাও সত্য। দল হিসেবে খুলনা টাইগার্স ফাইনালের আগেই থেমেছে। নাইমকে সেই সুবাদে থামতে হয়েছে রেকর্ডের ৪৭ কিংবা ৫ রান আগে।
এবারের বিপিএলে প্রাপ্তির সবচেয়ে বড় নামগুলোর একজন খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাইম। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন এই তারকা। তবে এবারের বিপিএলে নিজেকে যেন খুলনার জার্সিতে তিনি চিনিয়েছেন নতুন করে। এবারের বিপিএলে খুব নাটকীয় কিছু না ঘটলে তিনিই থাকছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে।
ব্যাট হাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুব বড় ইনিংস না খেললেও রেকর্ড ঠিকই করেছেন তিনি। মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক বিপিএল আসরে ৫০০-এর বেশি রান করেছেন নাইম। ২০২৫ সালের বিপিএল তিনি শেষ করেছেন ১৪ ম্যাচে ৫১১ রান করে। ১ সেঞ্চুরি এবং ৩ হাফ-সেঞ্চুরি এসেছে তার উইলো থেকে। গত ৪৩ ছুঁইছুঁই। আর স্ট্রাইকরেট ১৪৩.৯৪।
তবে এত দুর্দান্ত এক আসরের পরেও কিছুটা ব্যক্তিগত আক্ষেপ হয়ত থেকেই যাবে নাইমের। এক আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার সুযোগ ছিল তার সামনে। কিন্তু ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে নাজমুল হোসেন শান্তর করা ৫১৬ রান টপকানো হয়নি তার। আর এক বিপিএলে সবচেয়ে বেশি রানের মালিক এখন পর্যন্ত রাইলি রুশো।
রংপুর রাইডার্সের জার্সিতে ২০১৯ আসরে করেছিলেন ৫৫৮ রান। ১৪ ম্যাচে ৬৯ এর বেশি গড়ে সাড়ে পাঁচশ রান পেরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। চিটাগাং কিংসের বিপক্ষে বিদায়ের দিনে নাইম শেখকে থামতে হয়েছে শান্ত আর রুশোর রেকর্ডের খুব কাছ থেকে। এক বিপিএলে সবচেয়ে বেশি রানের তালিকাতেও রুশো আর শান্তর পরেই আছে নাইমের নামটা।