পপুলার২৪নিউজ,ঝালকাঠি প্রতিনিধি:
ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও অশালীন আচরণের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আজ সোমবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় ১০ জন জনপ্রতিনিধি এ দাবি জানান।
ইউএনওকে নলছিটি থেকে অন্যত্র বদলি না করা পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে যাওয়ারও আল্টিমেটাম দেন তাঁরা।
জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, এডিপির কাজের বিলে সই করানো জন্য বরাদ্দের পাঁচ শতাংশ টাকা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁকে টাকা না দিলে বিলে সই করেন না তিনি। বিজয় দিবসের অনুষ্ঠান করার নামে ইটভাটা মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ও মোবাইল কোর্টের নামে নিরীহ ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে অশোভন আচরণেরও অভিযোগ করা হয় তাঁর বিরুদ্ধে। ইউএনও শাহ মোহাম্মদ কামরুল হুদাকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে তাঁর অপসারণ দাবি করেন উপজেলার জনপ্রতিনিধিরা। সকাল ১১টায় উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং একজন মুক্তিযোদ্ধা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় অংশ নিয়ে ইউএনওকে অন্যত্র বদলি হয়ে যেতে বলেন। যতদিন পর্যন্ত তিনি বদলি না হবেন, ততদিন পর্যন্ত বাধ্যতামূলক ছুটি নেওয়ার আল্টিমেটাম দেন জনপ্রতিনিধিরা।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা জনপ্রতিনিধিদের সঙ্গে অশালীন আচরণ করেন। উপজেলার বিভিন্ন অনুষ্ঠানের কমিটিতে তাঁর পছন্দের কিছু লোকদের এবং অফিসের কর্মচারীদের সদস্য রাখেন। অথচ জনপ্রতিনিধিদের এসব কমিটিতে রাখা হয় না। সরকারের ‘উন্নয়ন মেলা’ করার জন্য ইউএনও তাঁর পছন্দের লোক দিয়ে কমিটি করেন। এখানে ইউপি চেয়ারম্যানদের রাখার কথা থাকলেও তিনি তা রাখেননি। বিভিন্ন সময় প্রকল্পের বিলে সই করাতে জনপ্রতিনিধিদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকাও ফেরত দাবি করেন তিনি।
কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু বলেন, “ইউএনও’র বিরুদ্ধে শিল্পমন্ত্রীর কাছে নালিশ করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে ইউএনওকে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রসঙ্গত, ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও অশালীন আচরণের অভিযোগ এনে গত ২৯ ডিসেম্বর নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও তাঁর কার্যালয় ঘেরাও করেন জনপ্রতিনিধিরা। ওইদিন সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী বিক্ষুব্ধ জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় গত সোমবার ইউএনও’র বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন জনপ্রতিনিধিরা।