নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’র ৫ যুবকের আত্মসমর্পণ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নরসিংদীর সদরের গাবতলী উত্তরপাড়ার জঙ্গি আস্তানা থেকে পাঁচ যুবক আত্মসমর্পণ করেছেন।

রোববার সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তারা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন।

পরে তাদের বুলেটপ্রুভ জ্যাকেট পরিয়ে বাড়ি থেকে বের করে র‌্যাবের গাড়ি করে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে যুবকদের সঙ্গে র‌্যাব সদস্যদের যোগাযোগ হয়। তখন তারা আত্মসমর্পণের ইচ্ছাপোষণ করেন।

অভিযান সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করা যুবকদের নিয়ে র‌্যাব ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। আর র‌্যাবের বোম ডিজপোজাল ইউনিট বাড়িতে তল্লাশি চালাচ্ছে।

অভিযান ঘিরে জননিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকে ওই এলাকার ৫শ’ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম ফয়জুল হক জানান, জননিরাপত্তা ও অভিযানের সুবিধার্থে এলাকার চারপাশে ৫শ’ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জঙ্গি আস্তানা সন্দেহে দুবাই প্রবাসীর একটি বাড়ি শনিবার বিকাল থেকে ঘিরে রাখে র‌্যাব ১১-এর সদস্যরা।

নব্য জেএমবির ৫ থেকে ৬ জনের একটি দল অবস্থান নিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

ইতিমধ্যে শনিবার বিকালে বাড়ির মালিক প্রবাসী মঈন উদ্দীনের ছোট ভাই জাকারিয়াকে আটক করেছে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের হরতাল চলছে
পরবর্তী নিবন্ধ‘বঙ্গভূষণ’ পুরস্কারে ভূষিত রেজওয়ানা চৌধুরী বন্যা