পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার কান্দাইলে ও সকাল ১০টার দিকে শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন(৩২) ও রেজাউল করিম(৩৮)।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।
মাধবদী থানার ওসি ইলিয়াস আহমেদ বলেন, সকাল ৭টার দিকে সিলেটের বিয়ানীবাজার থেকে মাইক্রোবাসটি ঢাকা যাচ্ছিল।
পথে মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
এদিকে শিবপুর উপজেলায় মদিনা জুটমিলের কাছে বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার তিনযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আটজন।
শিবপুর থানার ওসি শহিদুজ্জামান জানান, সকাল ১০টার দিকে শিবপুর থেকে নরসিংদীগামী লেগুনার সঙ্গে ভৈরবগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে আটজন।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।