আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপের দেশ নরওয়েতে তীর-ধনুক হামলায় পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নরওয়ের কংসবার্গ শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে করেও টহল দিয়েছে পুলিশ।
সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা কি না তা তদন্ত করে দেখবে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালান। সুপার মার্কেটের একজন মুখপাত্র জানান, ভয়াবহ ঘটনা এই ঘটনায় তাদের কোনো কর্মী হাতাহত হননি।