নভেম্বরে ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

পপুলার২৪নিউজ ডেস্ক:

মার্কিন সহকারী মন্ত্রী মার্শাল বিলিংসলিয়া বলেছেন, আগামী ৪ নভেম্বর থেকে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির মাহান এয়ারলাইন্সসহ এর সহযোগী প্রতিষ্ঠানও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে মার্কিন প্রশাসনের চেষ্টায় নজিরবিহীন সমর্থনের জন্য উপসাগরীয় দেশগুলোর প্রশংসা করেছেন তিনি।

বিলিংসলিয়া বলেন, রাষ্ট্রীয় সমর্থিত সন্ত্রাসবাদে শীর্ষে রয়েছে ইরান। দেশটি হিজবুল্লাহ ও হামাসকে সহায়তা দিয়ে যাচ্ছে। সিরীয় নাগরিকদের হত্যায় প্রেসিডেন্ট আসাদকেও সাহায্য করছে ইরান।

ক্ষেপণাস্ত্র কর্মসূচি দিয়ে ইরান এ অঞ্চলে অস্থিতিশীলতা লালন করছে বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন এই সহকারী মন্ত্রী বলেন, রাশিয়াও ইরানকে অস্ত্র ও প্রতিরক্ষা সহযোগিতা দিচ্ছে। আসাদ যাতে তার নাগরিকদের হত্যা করতে পারে সেজন্য সিরিয়াকে সহায়তা দিচ্ছে মস্কো।

পূর্ববর্তী নিবন্ধআজকের ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
পরবর্তী নিবন্ধসালমানের ভয়ে ক্যাটরিনাকে ‘না’ করেছিলেন আয়ুষ?