বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদপত্র কর্মচারীদের দু’টি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজবোর্ড গঠনের প্রস্তাব আমরা নীতিগতভাবে স্বীকৃতি দিয়েছি। সরকার উদ্যোগ নিলেও এটা মূলত সাংবাদিক, কর্মচারী এবং মালিক- এই ত্রিপক্ষীয় একটা ব্যবস্থা। সবাইকে এগিয়ে আসতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বিকাশমান ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন ও কমিউনিটি রেডিও এবং এফএম রেডিওতে যারা কাজ করছেন, তাদের বর্তমান ওয়েজ বোর্ডের বিধানে আনতে পারছি না। সবার দাবি হচ্ছে, এবার যেন তাদের অন্তর্ভুক্ত করি। ইলেকট্রনিক মিডিয়াকে ওয়েজ বোর্ডের আওতায় আনতে অংশীজনদের নিয়ে একটি কমিটি করা হয়েছে, কাজও চলছে।
সভায় বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ইউনিয়নের সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন ও মহাসচিব কামাল উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।