নববর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেশের আয়োজন

পপুলার২৪নিউজ ডেস্ক:

25শরণার্থী সংকট, নানা দেশে সন্ত্রাসী হামলায় ঘটনাবহুল ২০১৬ সালকে পেছনে ফেলে এসেছে নতুন বর্ষ—২০১৭। সন্ত্রাসী হামলার ভয়ে কঠোর নিরাপত্তা ও আড়ম্বরপূর্ণ উৎসবের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশের জনগণ। রয়টার্সের ছবিতে বিভিন্ন দেশের আয়োজন।

 

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে টাইম স্কয়ারে নতুন বছরকে বরণ করে নেওয়ার মুহূর্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কনফেটির মধ্যে শুয়ে সেলফি তুলছেন দুজন।

.

ঘড়ির কাঁটায় যখন রাত রাত ১২টা, তখনই টাইম স্কয়ারে কনফেটি ছড়িয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

.

নতুন বছর উপলক্ষে শ্রীলঙ্কার অনুরাধাপুরায় রুয়ানওয়েলিসায়া স্তুপায় ​বৌদ্ধ পুণ্যার্থীরা ফুল ও ফল উৎসর্গ করে। পরে একদল বানর সেগুলো খেতে ছুটে আসে।

.

নতুন বছরে ধর্মীয় অনুষ্ঠানে প্রার্থনা করছেন একজন বৌদ্ধ পুণ্যার্থী। শ্রীলঙ্কার অনুরাধাপুরায় শ্রীমহাবুধি মন্দির থেকে ছবিটি তোলা।

.

চিলিতে নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজির উৎসব। ছবিটি উপকূলীয় শহর ভালপারাইসো থেকে তোলা।

.

জাপানের টোকিওতে মেইজি শ্রাইনে নতুন বছর উপলক্ষে প্রার্থনার সময় অনেকে পয়সা দান করেন।

.

ব্রাজিলের রিও ডি জেনিরোতে কোপাকাবানা সৈকতে আতশের উৎসব।

.

বুলগেরিয়ার সুফিয়ায় আতশবাজির ঝলকানি।

.

গ্রিসের এথেন্সে আরকোপোলিস পাহাড়ের ওপর স্থাপিত প্রাচীন পার্থেনন মন্দির এলাকায় ছিল আতশবাজির ঝলকানি।

.

মেক্সিকো চিউদাদ জুয়ারেজে নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত অনুষ্ঠানে প্রি-হিসপানিক নাচ পরিবেশন করেন এক ব্যক্তি। ছবিটি গতকাল শনিবার তোলা।

.

ইরাকের বাগদাদের আল-নুসোর স্কয়ারেও ছিল নতুন বছরকে বরণ করে নিতে আতশের খেলা।

.

অস্ট্রিয়ার ভিয়েনার আকাশে আতশবাজির খেলা।

.

সংযুক্ত আরব আমিরাতে নতুন বছরে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চারপাশে ছিল আতশবাজির উৎসব।

.

যুক্তরাজ্যের লন্ডনে বিগ বেন ক্লক টাওয়ার ঘিরে আতশের আলোর ঝলকানি।

.

নতুন বছরকে স্বাগত জানাতে পোল্যান্ডের ওয়ারসাও-এ প্যালেস অব কালচারে আতশবাজির রঙিন আলোকচ্ছটা উপভোগ করেন লোকজন।

.

নতুন বছর উপলক্ষে ফ্রান্সের প্যারিস শহরের বিখ্যাত আর্ক ডে থ্রিওমফা স্মৃতিস্তম্ভকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

.

ফ্রান্সের প্যারিসে চ্যামস ইলিসিস অ্যাভিনিউতে নতুন বছরকে বরণ করে নিতে রাস্তায় নেমে আসেন হুল্লোড়বাজ লোকজন।

.

জার্মানির বার্লিনে ব্রানডেনবার্গ গেট এলাকায় ছিল আতশবাজির ঝলকানি।

পূর্ববর্তী নিবন্ধদিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে শিশুদের ক্ষতি
পরবর্তী নিবন্ধযা চুলের গোড়া মজবুত করে