নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দলের। নতুন এ রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। ইংরেজিতে নাম হবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়েছে।
আজকের এ বৈঠকে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দুজন নেতা এসব বিষয় নিশ্চিত করেন।
এরপর সন্ধ্যায় ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।’
নতুন এ দলের অন্য পদগুলোতে কে কে আসছেন এখনো তা চূড়ান্ত করা হয়নি। তবে এসব আজ রাতের মধ্যেই চূড়ান্ত হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, বৈঠকে আগামীকালের (শুক্রবারের) লোক সমাগম, অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বেশ কঠোরতার সঙ্গে দেখতে বলা হয়েছে।