নতুন পথ চলার মিশনে শ্রীলঙ্কায় নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়ে তরুণ প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সুযোগ দিয়ে নতুন দল গঠনের পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । তাইতো নারীদের শ্রীলঙ্কা সফরের দলে এবার ব্যাপক পরিবর্তন।

রুমানা আহমেদ, সালমা খাতুনদের মতো পরীক্ষিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেছে নেওয়া হয়েছে নতুন ও উদীয়মান ক্রিকেটারদের। নতুন মোড়কে গড়া দলটি শ্রীলঙ্কা গেছে মঙ্গলবার সকালে।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের তিন ওয়ানডে ও পরে সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন—শারমিন আক্তার সুপ্তা, রুমানা আহমেদ, সালমা খাতুন, মারুফা আক্তার ও দিলারা আক্তার। ওয়ানডে দলে এসেছেন— শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন।

সর্বশেষ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন—মারুফা আক্তার, সালমা খাতুন, রুমানা আহমেদ। টি-টোয়েন্টি দলে এসেছেন—সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, রাবেয়া ও সানজিদা আক্তার মেঘলা।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত কেবল একটিই ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ২০১৭ সালে কলম্বোয় বিশ্বকাপ বাছাইয়ের বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় দুটি, হার ৭টিতে।

এবার ২৯ এপ্রিল শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২ ও ৪ মে। ৯ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ৭ মে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হবে কলম্বোর পি সারা ওভালে। টি-টোয়েন্টি সিরিজ হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে তিন ম্যাচের দুটি ভেস্তে যায় বৃষ্টিতে, অন্যটি হেরে যায় বাংলাদেশ। ১০ দলের মধ্যে বাংলাদেশ আছে তালিকার ৯ নম্বরে, শ্রীলঙ্কা সাতে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।

 

পূর্ববর্তী নিবন্ধ৬ বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্কোয়াড
পরবর্তী নিবন্ধঘর ভেঙে ঘর বেঁধেছেন রানী মুখার্জি