নটিংহ্যামের কাছেও হেরে গেলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

এবারের মৌসুমে যে দুর্ভাগ্য ভর করেছে, তা থেকে মোটেও বের হতে পারছে না ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার মত কোচকেও মূদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে। শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের মাঠ দ্য সিটি গ্রাউন্ডে খেলতে গিয়ে ১-০ গোলে হেরে এলো ম্যানসিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে না সিটি এবার আর। এ বাস্তবতা এরই মধ্যে মেনে নিয়েছে ম্যানসিটির কোচ, কর্মকর্তা এবং ফুটবলাররা। তবে তাদের লড়াইটা হলো চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা।

সে লক্ষ্যে ভালোই এগিয়ে এসেছিলো সিটিজেনরা। ছিল তিন নম্বর স্থানে। কিন্তু নটিংহ্যামের কাছে হেরে চারে নেমে গেলো তারা। তিনে উঠলো নটিংহ্যাম। যদিও সেরা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে পেপ গার্দিওলার শিষ্যরা।

দ্য সিটি পার্কে ম্যাচটা গোলশূন্য ড্রয়ের দিকেই এগুচ্ছিলো। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম সময়ে, ৮৩তম মিনিটে গোল করে স্বাগতিক নটিংহ্যাম ফরেস্টকে জয়সূচক একমাত্র গোলটি উপহার দেন ক্যালাম হাডসন ওদোই।

পূর্ববর্তী নিবন্ধডাক্তারের মৃত্যুতে স্থগিত বার্সা-ওসাসুনা ম্যাচ
পরবর্তী নিবন্ধশিশু-নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: আসিফ