নওয়াজ শরিফের আসনে উপনির্বাচনে ভোট গ্রহন চলছে

পপুলার২৪নিউজ ডেস্ক:
পকিস্তানে পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদ হারানো নওয়াজ শরিফের আসনে ভোট গ্রহন শুরু হয়েছে।

রোববার সকাল ৮ থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাহোরের এ আসনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর স্ত্রী কুলসুম নওয়াজ।

প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এবং পিপিপিও ওই আসনটিতে জয় পাবে বলে আশা প্রকাশ করেছে।

নওয়াজ শরিফের আসনটিতে জয় পেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪জন প্রার্থী। পিটিআই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. ইয়াসমীন রশিদ আর পিপিপি থেকে প্রার্থিতা পেয়েছেন ফয়সাল মীর।

এ আসনের ভোটার সংখ্যা ৩,২১,৭৮৬। ২২০টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ১০৩টি পুরুষ ভোটারদের জন্য, ৯৮টি নারী ভোটারের জন্য এবং ১৯টি কেন্দ্র ব্যবহার করা হচ্ছে নারী-পুরুষ যৌথভাবে ভোট দেয়ার জন্য।

গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন নওয়াজ শরিফ।

পূর্ববর্তী নিবন্ধজগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭০
পরবর্তী নিবন্ধফেনীতে গৃহবধূর শ্লীলতাহানি: ২ যুবলীগ নেতা গ্রেফতার