পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পদে থাকার অযোগ্য ঘোষণা করার পর দেখা দিয়েছে নতুন বিতর্ক।
নওয়াজ শরিফকে যে আইনে অযোগ্য ঘোষণা করা হয়েছে সেখানে নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ না থাকায় নতুন এ বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর দ্য ডনের।
পানামা পেপারস এর সূত্র ধরে দুর্নীতির অভিযোগে শুক্রবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদে থাকার ও নির্বাচনের অযোগ্য ঘোষণা করে রায় দেয়।
নওয়াজ শরিফকে সংবিধানের ৬২ (১) (এফ) ধারা অনুযায়ী অযোগ্য ঘোষণা করা হয়। কিন্তু সংবিধানের ওই ধারায় কত দিন অযোগ্য থাকবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই।
ওই ধারা অনুযায়ী অযোগ্য ঘোষণা করায় নওয়াজ শরিফের ওপর আদালতের এ সিদ্ধান্ত কত দিন কার্যকর থাকবে তা নিয়ে দ্বিধাবিভক্তিতে পড়েছে দেশটির বাঘা বাঘা আইনজ্ঞরা।
অন্যদিকে একই আদেশে নওয়াজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে আদালত।
কিন্তু মামলা হলে আর তা চলমান থাকলে সেই অবস্থা নওয়াজকে অযোগ্য ঘোষণা কতটা যৌক্তিক হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
আবার মামলায় যদি নওয়াজ পরিবার নির্দোষ প্রমাণিত হয় তখন নওয়াজ কি আবার প্রধানমন্ত্রীর পদের জন্য লড়তে পারবেন বা নির্বাচনে অংশ নিতে পারবেন? এসব বিষয় নিয়ে পাকিস্তানে বেশ বিতর্ক চলছে।
পাকিস্তান সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট তারিক মেহমুদ বলেন, ‘সুপ্রিমকোর্টের সবচেয়ে বড় এ বেঞ্চ থেকে খুব কম মামলার সিদ্ধান্ত দেয়া হয়। ইতিপূর্বে সামিনা খাওয়ার হায়াত ও মোহাম্মদ হানিফের মামলায় প্রায় একই রকম সিদ্ধান্ত দেয়া হয়েছিল। ওই সিদ্ধান্তগুলোও ছিল একই ধারায়। সেখানেও কোনো মেয়াদ উল্লেখ ছিল না। তখন সুপ্রিমকোর্ট ৬২ ধারার মেয়াদ কতদিন হবে তা নির্ধারণ করতে আগ্রহী ছিল।’
সাবেক প্রধান বিচারপতি আনোয়ার জহির জামিল বলেন, এমন খবর শুনে বেশ অবাক হয়েছি। কি করে ৬২ ধারা বলে একজনকে আজীবনের জন্য নির্বাচনের অযোগ্য ঘোষণা করা যায়। অবশ্যই একটি নির্দিষ্ট সময় পর তার নির্বাচনে অংশগ্রহনেণের সুযোগ থাকা উচিত।’
অভিজ্ঞ আইনবিদ রাহেল কামরান শেখ বলেন, ২০১২ সালে ইউসুফ গিলানিকে আদালত ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণার পরও তিনি সংসদ সদস্য হিসেবে অব্যহত ছিলেন।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমাদের ৬২ ধারায় বিষয়টি স্পষ্ট করা নেই। ঘোষিত ব্যক্তি কি আসন্ন নির্বাচনে নাকি আজীবনের জন্য অযোগ্য হবে আইনে অবশ্যই তা উল্লেখ থাকা দরকার।
‘সুপ্রিমকোর্টের এ সিদ্ধান্তের ফলে এখন সংসদ সদস্যরা দ্বিধায় রয়েছে। তারা একদিকে শঙ্কিতও। ৬২ ধারা নিয়ে সংসদে একটি চূড়ান্ত সুরাহা দরকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংসদ সদস্যরা সেটা করতেও শঙ্কিত।’
অন্যদিকে বার কাউন্সিলের সহ সভাপতি আহসান ভোন বলেন, নওয়াজ শরিফের অযোগ্য ঘোষণা আজীবনের জন্য কার্যকর হবে। তিনি ২০১৩ সালের আব্দুল গফুর লহরির মামলার বিষয় উল্লেখ করেন।
তার মতে, ৬৩ ধারায় অযোগ্য ঘোষণা হলে সেটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর হবে। আর ৬২ ধারায় হলে সেটি হবে আজীবনের জন্য। যেহেতু ৬২ ধারায় মেয়াদ উল্লেখ নাই, সেহেতু এই ধারার প্রয়োগ আজীবনের জন্য।