পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলা থেকে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার নওদুলী বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশের দাবি, আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য। তারা বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল।
এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার পারইল হাজিপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন (৩০), নাটোরের গুরুদাসপুর উপজেলার জামাইনগর গ্রামের মাসুদ রানা (২৫), আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার আবদুল্লাহ (৪২), দাড়িয়াগাথী গ্রামের আবদুর রাজ্জাক (২৫) ও রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের লুলু সরদার (৩০)।
আত্রাই থানার ওসি মোবারক হোসেন জানান, আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকায় একটি বাড়িতে জেএমবি সদস্যরা গোপনে বৈঠক করছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে জেএমবির পাঁচ সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৩টি গুলি, দুটি ম্যাগাজিন ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।