রাজধানীর ধানমণ্ডিতে গৃহকর্ত্রীর নির্যাতন সইতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন গৃহকর্মী রত্না বেগম (২৩)। রান্না খারাপ হওয়ায় তাকে প্রায় মারধর করা হতো। সোমবার মাছ রান্না খারাপ হওয়ায় গৃহকর্ত্রী সুলতানা আরজু তাকে বেদম মারধর করে।
এ অপমান সইতে না পেরে রত্না নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন রত্নার বাবা জাহাঙ্গীর আলম।
গায়ে আগুন দেয়ার পর রত্নাকে লালমাটিয়ার সিটি হাসপাতালে নেয়া হয়। মৃত্যুর আগে নির্যাতনের বর্ণনা দিয়ে জবানবন্দি দেন রত্না। জবানবন্দি রেকর্ড করেছেন সিটি হাসপাতালের চিকিৎসক ডা. রশিদ মাহমুদ। আর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন ধানমণ্ডি থানার এসআই আহম্মদ আলী।
জানা গেছে, ৭ মাস আগে ধানমণ্ডির ৩/এ সড়কের ৫০ নং বাড়ির ৪/বি ফ্ল্যাটে গৃহপরিচারিকা হিসেবে যোগ দেন রত্না। খাবার রান্না খারাপ হলে তাকে প্রায় মারধর করতেন বাড়ির মালিক মো. মহিউদ্দিনের স্ত্রী সুলতানা আরজু মুন্নী বেগম।
মারধর ও নির্যাতনের ধরন এমন ছিল যে মাঝে-মধ্যে জ্ঞান হারাতেন গৃহকর্মী রত্না। নির্যাতন থেকে রেহাই পেতে পালানোর চেষ্টা করতেন তিনি। সোমবার মাছ রান্না খারাপ হওয়ার অজুহাতে তাকে বেতের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন সুলতানা আরজু।
এ মারধরের অপমান সইতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন রত্না। এতে তার শরীরের বেশির ভাগ পুড়ে যায়। তাকে লালমাটিয়া সিটি হাসপাতালে নিয়ে যান বাড়ির মালিক মহিউদ্দিন। তাকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের হাই ডিপেনডেন্ট ইউনিটের (এইচডিইউ) ৬নং বেডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
ধানমণ্ডি থানার এসআই আহম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। সেখানে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মর্গে রাখা হয়েছে।
ধানমণ্ডি থানার ওসি (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, মারধর সইতে না পেরে আত্মহত্যার উদ্দেশ্যে বাথরুমে রত্না গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ওসি আরও জানান, ওই বাড়ি থেকে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে।
এতে দেখা যায়, শরীরে আগুন দিয়ে বাথরুম থেকে বের হয়ে রত্না দৌড়াদৌড়ি করছেন। এ সময় তার শরীরে কাঁথা মুড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপর ওই বাড়ির গাড়ি চালকের হাত ধরে তাকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে বাড়ির মালিক মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানতে পেরে তিনি ফোন কেটে দেন। এরপর ফোন করা হলেও তিনি ধরেননি। রত্মাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরসীথা গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।