রাজধানীর ধানমণ্ডি আবাহনী মাঠসংলগ্ন পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে ধানমণ্ডি থানার পুলিশ ককটেলগুলো উদ্ধার করে।
রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহীল কাফী বলেন, দুপুর ১টার দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। খবর দেয়া হয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিসিটিসি) বোম্ব ডিসপোজাল টিমকে। তারা ঘটনাস্থলে এসে চারটি ককটেল নিষ্ক্রিয় করে।
এডিসি আব্দুল্লাহীল কাফী বলেন, ধানমণ্ডি আবাহনী মাঠের পাশে পরপর দুটি পুলিশের চেকপোস্ট ছিল। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ককটেলগুলো ফেলে যায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা ককটেলগুলো ফেলে রেখে গেছে সেটা জানা যায়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।