পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম জানান, মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ধসের ঝুঁকিতে থাকায় বুধবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এদের মধ্যে মায়াফাপাড়া বিদ্যালয়টি বেশি ঝুঁকিতে রয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক টিপলু বড়ুয়া বলেন, মঙ্গলবার বিকালে বিদ্যালয়টির সামনের অংশ ধসে যায়। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে পুরো ভবন।
“টানা বর্ষণের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মঙ্গলবার দুপুরে স্কুলটি ছুটি ঘোষণা করে।”
বিদ্যালয়টিতে চারজন শিক্ষক ও ১০৫ জন শিক্ষার্থী রয়েছে বলে তিনি জানান।