ধর্ষণের দায়ে ১৮ বছরের কারাদণ্ড ক্রিকেটারের!

পপুলার২৪নিউজ ডেস্ক:

ধর্ষণের দায়ে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বর্ডারের হয়ে প্রতিনিধিত্ব করা পেসার ডিওন তালিজার্ডের ১৮ বছরের কারাদণ্ড হয়েছে।

১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বোর্ডারের হয়ে খেলা এই ক্রিকেটারে বিরুদ্ধে অভিযোগ তিনি দশ বছর এক নারীকে ব্ল্যাকমেইল করে দেড়শ’ বারের বেশি ধর্ষণ করেছেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনি লড়াইয়ের পর আদালত তাকে কারাদণ্ড দেন।

দক্ষিণ আফ্রিকা ছেড়ে ব্রিটেনে পাড়ি জমানোর পর সেখানকার এক নারীর উপর তিনি এই নির্যাতন চালান বলে অভিযোগ উঠে।

ধর্ষণের শিকার নারীর অভিযোগ গত ২০০২ সাল থেকে ২০১২ পর্যন্ত দীর্ঘ দশ বছর ধরে তিনি অত্যাচারিত হয়েছেন। শুধুমাত্র যৌনক্রিয়াই নন, এসময় তার উপর শারীরিক নির্যাতনও চালাতেন তালিজার্ড।

নির্যাতনের মুখে ২০১৫ সালে ওই মহিলা পুলিশকে অভিযোগ করেন। পরে চলতি সপ্তাহে ম্যাঞ্চেস্টারের মিনসুল স্ট্রিট ক্রাউন কোর্টে তালিজার্ড দোষী সাব্যস্ত হন।

এদিকে নিজেকে নির্দোষ দাবি করা তালিজার্ড আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যা্ওয়ার ঘোষণা দিয়েছেন।

ব্রিটেনে পাড়ি দেয়ার পর তালিজার্ড ওল্ডহ্যাম, বোল্টন এবং বুরি-র হয়ে ক্লাব ক্রিকেট খেলতেন। তালিজার্ডের ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ কৃতিত্ব হল, একটি প্রদর্শনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাফডজন উইকেট দখল করা। মোহাম্মদ ইউসুফ, আজাহার মেহমুদ এবং সাঈদ আনোয়ারকে আউট করে তিনি হ্যাটট্রিক করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
পরবর্তী নিবন্ধনিলামে হ্যারিসনের সেতার