পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতে ধর্ষণ সমস্যার অভিনব সমাধান দিলেন অভিনেতা অক্ষয় কুমার। অ্যাকশন হিরোর তকমা বহুদিন ছেড়ে এসেছেন তিনি। এখন তিনি পুরদস্তুর ভার্সেটাইল অ্যাক্টর। পেয়ে গিয়েছেন স্বীকৃতিও। তবে এখানেই থেমে থাকতে রাজি নন বলিউডের খিলাড়ি। শুধু সিনেমা নয়, তার বাইরেও সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। এমনটাই মনে করেন অক্ষয়। তাই তাঁর উদ্যোগেই জওয়ানদের জন্য খুলেছে বিশেষ অনুদান প্রকল্প। এবার ভারতের ধর্ষণ সমস্যার সামাধানের নয়া উপায় বাতলালেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা।
অক্ষয়ের মতে, ভারতের প্রায় তিরিশ শতাংশ ধর্ষণের ঘটনা এড়ানো সম্ভব যদি ভারতের মহিলাদের খোলা স্থানে মলমুত্র ত্যাগ করতে না যেতে হয়। খুব শিগগিরিই আসছে তাঁর নয়া ছবি ‘টয়লেট এক প্রেম কথা’। সম্প্রতি তারই এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন অভিনেতা।
অক্ষয় বলেন, তাঁকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই কাহিনি। কেমন করে এক মহিলা শুধুমাত্র বাড়িতে টয়লেট নেই বলে স্বামীকে ডিভোর্স দিতে প্রস্তুত ছিলেন। এমন চিন্তাধারাই বদলাতে সক্ষম হবে বলে অভিমত তাঁর। কোথাও তিনি পড়েছিলেন ভারতের প্রায় ৫৪ শতাংশ স্থানে ঠিকঠাক টয়লেট নেই। শৌচালয়ের এই সমস্যা যদি মিটে যায় তাহলে দেশের অন্তত ৩০ শতাংশ ধর্ষণের ঘটনা এড়ানো সম্ভব হবে।
এদিন অক্ষয় জানান, কেবলমাত্র টয়লেট তৈরি করলেই হবে না। মানুষের চিন্তাধারাও পাল্টাতে হবে। অনেক মহিলারাই বাড়িতে টয়লেট থাকা সত্বেও অভ্যাসের বশে খোলা স্থানে শৌচকর্ম করতে যান। দুষ্কৃতীকারীরা তখন নির্জন স্থানে মহিলাদের একা থাকার সুযোগ নিয়ে থাকেন। এমনটা অনেকটাই বন্ধ হওয়া সম্ভব একটু বাড়তি সচেতনতা অবলম্বন করলে।