সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রবেশপত্র প্রদানের সময় প্রতি পরীক্ষার্থীর কাছে থেকে ১০০ টাকা করে আদায় করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যারা ১০০ টাকা দিতে পারছে না তাদের ভাগ্যে মিলছে না প্রবেশপত্র। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি মসজিদ উন্নয়নের জন্য এ টাকা নেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এ বছর জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৫০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পুরণ করেছে। পরীক্ষার ফরম পুরণের সময় বোর্ড কর্তৃক নির্ধারিত ১ হাজার ৪৫০ টাকার পরিবর্তে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ দিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহের জন্য বিদ্যালয়ে এসে জানতে পারে ১০০ টাকার বিনিময়ে প্রবেশপত্র দেওয়া হচ্ছে। অনেক পরীক্ষার্থীই সেই টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেছে। যারা টাকা দিতে পারেনি বা দিতে চায়নি তাদেরকে প্রবেশপত্র দেওয়া হয়নি। পরে ওইদিন দুপুর ১টার দিকে অর্ধশতাধিক পরীক্ষার্থী উপজেলা পরিষদ চত্তরে এসে ভিড় করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানায়।
ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জুবায়ের আহমেদসহ একাধিক পরীক্ষার্থী জানায়, পরীক্ষার ফরম পূরণের সময় বিদ্যালয়ের যাবতীয় পাওনা পরিশোধ করার পরেও প্রবেশপত্র নেওয়ার সময় আমাদের কাছে ১০০ টাকা করে দাবি করা হচ্ছে।
ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান বলেন, কিছু দিনের মধ্যে বিদ্যালয়ের মসজিদের উন্নয়ন কাজ শুরু হবে। এ জন্য ১০০ টাকা করে রাখা হচ্ছিল। যাদের সামর্থ্য নেই তারা টাকা না দিবে। প্রবেশপত্র উত্তোলনের জন্য কোনো টাকা রাখা হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বিকেল সাড়ে চারটায় বলেন, পরীক্ষার্থীদের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক ও পরীক্ষার্থীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।