দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ করেছেন গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন ছাত্রীরা। গতকাল সোমবারও তারা একই দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে ছাত্রীরা অবস্থান নেন। তাদের অবরোধের কারণে মিরপুর রোড, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেটের ১ নম্বর গেটের পাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই তারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন বলে গতকাল ঘোষণা দিয়েছিলেন।

শিক্ষার্থীরা জানান, বেশকিছুদিন ধরেই ধরে তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহ-শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপি দেওয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা রাস্তায় নেমেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধতুষার ঝড়ে নিউ ইয়র্কে জরুরি অবস্থা
পরবর্তী নিবন্ধঅকালে চুল পাকা রোধে করণীয়