পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হয়েও দর্শক হয়ে থাকতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দলকে নেতৃত্ব দেয়ার কাজটা তার বিলম্বিতিই হচ্ছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আচমকা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের ছিড় ধরেছে। যে কারণে সেলাই করতে হয়েছে তার আঙ্গুলে। ফাইনালে যেমন বাকি ৫ ওভার বোলিং করতে পারেননি, ব্যাটিংটাও করা হয়নি তার। তখনই জানিয়ে দেয়া হয়েছিল, চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান।
পরিবর্তে চট্টগ্রাম টেস্টে নেতৃত্ব দেবেন, সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন অধিনায়ক রিয়াদের নেতৃত্বে অবশ্য চট্টগ্রাম টেস্টে খারাপ খেলেনি বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে শেষ মুহূর্তে বীরোচিত ড্র করেই মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদ অ্যান্ড কোং।