পপুলার২৪নিউজ ডেস্ক:
চোটের কারণে দ্বিতীয় টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যাওয়ার শংকা রয়েছে ওপেনার তামিম ইকবালের। দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ-পায়ের পেশিতে চোট পান তামিম ইকবাল।
পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় সেখানেই আবারও ব্যথা পান এই ইনফর্ম ওপেনার। তামিমের ইনজুরি ‘গ্রেড ওয়ান টিয়ার’।
স্থানীয় চিকিৎসকদের পরামর্শ, ৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। যে কারণে ওয়ানডে সিরিজে তামিমের খেলা নিয়ে রয়েছে শংকা। তবে আশাবাদী বাংলাদেশের ফিজিও। তার দাবি, ১০-১২ দিন পুরোপুরি বিশ্রাম নিলে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন তামিম।
এদিকে ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টেই অবশ্য মাঠে ফিরছেন ওপেনার সৌম্য সরকার। ইমরুল কায়েসের সঙ্গে ব্লুমফন্টেইন টেস্টে ইনিংস শুরু করবেন তিনি।