দোয়ারাবাজারে সুরমার ভাঙনের হুমকিতে আমবাড়ি বাজার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়নে শতবর্ষের পুরোনো আমবাড়ি বাজার সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। একই সঙ্গে হুমকিতে আছে বাজারের পাশের স্কুলের খেলার মাঠ, বিভিন্ন গ্রামের ঘরবাড়িসহ নানা স্থাপনা। স্থানীয় বাসিন্দারা নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, আমবাড়ি বাজার সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত। ইতিমধ্যে বাজারের বেশ কিছু দোকানপাট, সরকারি খাদ্য গুদাম ভবনটির অর্ধেক ভেঙ্গে নদীতে পড়ে গেছে, ভবনটি এখন পরিত্যক্ত। আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ২০০৬ সালে নির্মিত মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ ভবন নদী ভাঙনের হুমকিতে পড়েছে। বাজারের পূর্বে জুগিরগাঁও ও ধনপুর গ্রাম। জুগিরগাঁও গ্রামের মসজিদ, নদীতীরের পাকা সড়ক তিন বছর আগে বিলীন হয়ে গেছে সুরমা নদীতে। একদিকে নদী ভাঙছে, অন্যদিকে মানুষ বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে বাড়িঘর করেছেন।
জুগিরগাঁও গ্রামের বাসিন্দা আবদুল কাদির জানান, গ্রামের পুরাতন মসজিদটি ভেঙে নদীতে চলে যাওয়ায় গ্রামের অন্যপাশে আরেকটি নতুন মসজিদ করা হয়েছে। নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে গ্রামের ৩০-৪০টি পরিবার গ্রামের দক্ষিণ দিকে সরকারি খাস জমিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। গ্রামের আসাবুন্নেসা জানান, প্রতি বছর নদী ভাঙে আর তারা ঘর সরান। এখন আর সরানোর জায়গা নেই। ঘরটি নদীতে চলে গেলে গ্রাম ছাড়তে হবে। বাজারের ব্যবসায়ী রফিক উদ্দিন ও মনির মিয়া জানান, তাদের দোকান ঘরের সামনে আরও ১০-১২টি দোকান ছিল। সব নদীতে চলে গেছে। এখন ভাঙন তাদের দুয়ারে এসে থেমেছে।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাহের উদ্দিন বলেন, গত দশ বছরে বাজারের অন্তত ৪০টি দোকানঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কারণে মাছ ও সবজির বাজার স্থানান্তর করতে হয়েছে।
মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, নদী ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এক সময় পুরো বাজারটিই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ইউনিয়ন পরিষদের ভবনটিও রক্ষা করা যাবে না। আমি দায়িত্ব নেওয়ার পরই পানিসম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তাঁরা এখানে একটি প্রকল্প নেওয়া হবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুইয়া বলেন, এই উপজেলায় সুরমা নদীর ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো আছে। প্রস্তাবটি অনুমোদন হওয়ার পর বরাদ্দ পাওয়া গেলে কাজ হবে।

পূর্ববর্তী নিবন্ধচীনের সেই মসজিদ ভাঙার সিদ্ধান্ত স্থগিত
পরবর্তী নিবন্ধঈদে ‘হটকেক’ মার্সেলের টেম্পারড গ্লাসডোর ফ্রিজ