দোষী সাব্যস্ত হলে প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন নওয়াজ শরিফ

 পপুলার২৪নিউজ ডেস্ক:

পানামা কেলেঙ্কারির শুনানির দিকেই যেন তাকিয়ে আছে অগণিত চোখ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট ভাগ্য নির্ধারণ করবে পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর পরিবারের সদস্যদের৷ যদি নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের সদস্যদরা দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়াতে হতে পারে নওয়াজ শরিফকে।

উল্লেখ্য, পাকিস্তানে মোট তিন বার এই পদে আসীন হন নওয়াজ শরিফ৷ আজ সকালে পানামা পেপারস পেপার দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হবে৷ গত বছর এই মামলায় জড়িয়ে পড়েন তিনি৷

এদিকে পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিয়ার আলি খান জানান, পানামাগেট মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর তিনি নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন৷ তাঁর এই সিদ্ধান্তে আশ্চর্য হয়েছে তাঁর সমর্থকরা এবং পিএমএল-এন৷

শোনা যাচ্ছে, নওয়াজ শরিফকে তাঁর পদ থেকে সরে দাঁড়াতে হলে সেই দায়িত্বে আসতে পারেন তাঁর ছোট ভাই শাহবাজ শরিফ৷

পূর্ববর্তী নিবন্ধশেষকৃত্য অনুষ্ঠানে অদ্ভুত নিয়ম আফ্রিকার দেশ ঘানায়
পরবর্তী নিবন্ধঢাবি সিনেট সভা বর্জনের ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের