দেড়শ পেরিয়ে বাংলাদেশের লিড

পপুলার২৪নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের লিড দেড়শ ছাড়িয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৯ রান। উইকেটে রয়েছেন ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার ১ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

বাংলাদেশের ২৬০ রানের জবাবে অজিরা তাদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হলে ৪৩ রানের লিড পায় টাইগাররা।

এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার। মাত্র ১৫ রান করে সাজঘরে ফেরেন এ বামহাতি ওপেনার।

নাইটওয়াচম্যান তাইজুলকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তামিম। তৃতীয় দিনের শুরুতেই তাইজুলকে ফেরান নাথান লায়ন। তাইজুল ৪ রান করে লেগ বিফোরের শিকার হন।

এদিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস। মাত্র ২ রান করে স্লিপে ক্যাচ দেন আগের ইনিংসে ০ রান করা ইমরুল।

রোববার সফরকারীদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় ২৬০ রান করেছিল বাংলাদেশ।

সাকিব ৮৪ এবং তামিম ৭১ রান করেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে সাকিব ও মিরাজের ঘূর্ণিতে মাত্র ২১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ম্যাট রেনশ ৪৫, পিটার হ্যান্ডসকম্ব ৩৩, পেট কামিন্স ২৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ এবং অ্যাস্টন আগার ৪১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি এবং তাইজুল ইসলাম ১টি উইকেট লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধরৌমারীতে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২
পরবর্তী নিবন্ধআমি গডম্যান, কেউ বাঁচাও আমাকে:গুরমিত রাম