পপুলার২৪নিউজ ডেস্ক:
দেশের ক্রিকেটের বিকাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এ অভিযোগ করেছেন।
তিনি বলেন, দেশের ক্রিকেটের অগ্রগতিতে বারবার বাধা ও নেপথ্যে ষড়যন্ত্র করে যাচ্ছেন সাবের হোসেন চৌধুরী।
এর আগে, ২০১২ সালে সংশোধিত বিসিবির গঠনতন্ত্র এবং সে অনুযায়ী করা কাউন্সিলর তালিকাকে অবৈধ উল্লেখ করে বোর্ড সভাপতি নাজমুল হাসানকে চিঠি দিয়েছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এই কাউন্সিলর তালিকা অনুযায়ী বিসিবির বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সভা আয়োজন না করার আহ্বান জানান তিনি।
এদিকে বিসিবির গঠনতন্ত্র-সংক্রান্ত এক মামলার রায়ের ওপর ভিত্তি করে গত ১৬ সেপ্টেম্বর সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠান সাবেক বোর্ড পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেনের আইনজীবী।
গত ২৬ জুলাই দেওয়া বিসিবির গঠনতন্ত্র-সংক্রান্ত এক মামলার রায়ের ওপর ভিত্তি করে গত ১৬ সেপ্টেম্বর সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ আইনি নোটিশ পাঠানো হয়। এতে ২০১৩-এর বোর্ড নির্বাচন এবং বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সভা আয়োজনের প্রস্তুতিসহ বিসিবির সব কার্যক্রম বন্ধ করতে বলা হয়।