দেশে ফিরে অপহরণ ও হত্যার হুমকির মামলায় গ্রেপ্তার সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার শুক্রবার বিকেলে ঢাকার হাকিম আদালত থেকে জামিন পান।
-
দেশে ফিরে অপহরণ ও হত্যার হুমকির মামলায় গ্রেপ্তার সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার শুক্রবার বিকেলে ঢাকার হাকিম আদালত থেকে জামিন পান। ছবি: মাহমুদ জামান অভি
-
রন হক সিকদার (ফাইল ছবি)
নয় মাস পর দেশে ফিরেই অপহরণ ও হত্যার হুমকির মামলায় গ্রেপ্তার সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারকে জামিন দিয়েছে আদালত
রনকে শুক্রবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আশেক ইমাম আগামী ১০ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এ সময় সিকদার পরিবারের ছেলেকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন পুলিশের পক্ষ থেকে করা হয়নি বলে এ আদালতের সহকারী পিপি আজাদ রহমান জানান।
শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই রন সিকদারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রন হক সিকদার তার বাবার মৃত্যুর খবর পেয়ে ঢাকা আসার সাথে সাথে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটিই মামলা আছে; সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার দুবাইর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান।
জয়নুল হক সিকদার ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আর তার ছেলে রন হক সিকদার ওই ব্যাংকের পরিচালক।