পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে চোখ হারানো সিদ্দিকুর রহমানকে সরকারি চাকুরির দেয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘চিকুনগুনিয়া ২০১৭ : ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকরি দেব। সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল) তাকে চাকরি দেয়া হবে।
সিদ্দিকুরের চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, শেষ পর্যন্ত চেষ্টা করা হবে যাতে অন্তত একটা চোখে সে দেখতে পারে।
এদিকে সোমবার চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে চিকিৎসাধীন সিদ্দিকুরের চোখের আলো অস্ত্রোপচারেও ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসক লিংগম গোপাল জানান, অস্ত্রোপচার করেও সিদ্দিকুরের চোখের কিছু হবে না।
সিদ্দিকুর রহমানের বন্ধু-সহপাঠী শেখ ফরিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।