দেশকে এগিয়ে নিতে সবকিছুর মধ্যে স্ট্যান্ডার্ড থাকতে হবে: আশরাফ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

9আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবার ক্ষেত্রে আমাদের একটা নতুন স্টান্ডার্ড থাকা চাই। আমাদের আচরণ, চলাফেরা, কথাবার্তা এবং মেধার সবকিছুর মধ্যে একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত ‘জীবনমান উন্নয়নে কেমিক্যাল মেট্রোলজি: ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারের তিনি এসব কথা বলেন।
বিসিএসআইআরের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব সিরাজুল হক খান, এফবিসিসিআই এর সভাপতি আবুল মাতলুব আহমেদ, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিলভার বাংলাদেশের চেয়ারম্যান কামরান বাকর প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরআইসিএমের প্রতিষ্ঠাতা বিজ্ঞানী ড. মালা খান।

পূর্ববর্তী নিবন্ধপাটপণ্যের ওপর ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধশপথ নেওয়া হলো না জেলা পরিষদ সদস্যের