পপুলার২৪নিউজ ডেস্ক:
চীনে দুর্নীতির অভিযোগ তদন্ত চলাকালে আত্মহত্যা করেছেন দেশটির এক সাবেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
নিহত ওই কর্মকর্তা হলেন জেনারেল ঝ্যাং ইয়াং। তিনি চীনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য ছিলেন।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, গত ২৩ নভেম্বর বিকালে ঝ্যাং ইয়াং নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক সামরিক কর্মকর্তা জেনারেল গুয়ো বক্সিয়ং ও জু কাইহউয়ের সঙ্গে যোগাযোগ ছিল অভিযোগে নিহত ঝ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত চলছিল। এর মধ্যেই তিনি আত্মহত্যা করলেন।
সিনহুয়া জানায়, দুর্নীতিবিরোধী কমিশনের তদন্ত থেকে জানা গেছে- ঝ্যাং ইয়াং গুরুতরভাবে নিয়মানুবর্তিতা লঙ্ঘন করেছেন। ঘুষ আদান-প্রদানকারী হিসেবে তিনি সন্দেহভাজনের তালিকায় ছিলেন।
উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
এর পর গত পাঁট বছরে দুর্নীতির দায়ে অসংখ্য ব্যবসায়ী ও শীর্ষ সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে।
বিবিসি এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৬ সময়ের মধ্যে চীন কমপক্ষে ১০ লাখ সরকারি কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে সাজা দেয়া হয়েছে।