দুরন্ত টিভিতে শিশুতোষ নাটক ‘মনের জাদুকর’

রাজু আনোয়ার: প্রচারের পর থেকে শিশুদের কাছে বেশ সাড়া ফেলছে শিশুতোষ নাটক ‘মনের জাদুকর’। দীপংকর দীপনের পরিচালনায় ধারাবাহিক এ নাটকটি প্রচারিত হচ্ছে দুরন্ত টিভিতে ।
দর্শক অভিভাবকদের মতে,শিক্ষণীয় এমন নাটক শিশুদের জন্য খুব দরকার ছিল। নাটকটির কাহিনিও ভিন্নমাত্রার।
একটি শিশুর মনকে চালিত করে নানা রকমের আবেগ-অনুভূতি। কোনও আবেগ তাকে হাসায়, কোনোটা তাকে কাঁদায় আবার কোনোটা তাকে রাগায়। এমনি পরিস্থিতিতে মনের মাঝে এক ধরনের আবেগ তৈরি তৈরি হয়; আর মানুষ সে অনুযায়ী আচরণ করে।
এখন যদি মনের এই আবেগগুলোকে মানুষের চরিত্র হিসেবে রূপ দেয়া যায় তাহলে কেমন হয়? রাতুলকে ঘিরে এমন কিছু ভাবনা থেকেই ব্যতিক্রমী গল্পে গড়ে উঠেছে দুরন্ত’র নতুন ধারাবাহিক নাটক ‘মনরে জাদুকর’। নাটকটির গল্প লিখেছেন মাতিয়া বানু শুকু এবং পরিচালনা করেছেন দীপংকর দীপন।
ধারাবাহিক এই নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, গোলাম ফরিদা ছন্দা, লাকী ইনাম, সাজু খাদেম, ফারুক হোসেন কাদেরী, আনন্দ খালেদ, মুগ্ধ, মোহনা মেহজাবিনসহ অনেকে। ৬৫ পর্বের এ ধারাবাহিক নাটকটি প্রচারিত হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ও রাত সাড়ে ৮টায়।

পূর্ববর্তী নিবন্ধওমর সানির ‘জোশ আড্ডা’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মেয়ের নাসিরের উপহার