দুবাই হয়ে কলম্বোয় সাকিব, মুশফিক গেলেন আজ

স্পোর্টস ডেস্ক : কন্যা সন্তানের জনক হয়েছেন মুশফিক। সন্তানের ডেলিভারির সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচের আগে যে ছুটিটা পেয়েছিলেন মুশফিকুর রহিম, সে ফাঁকেই দেশে ফিরে এসেছিলেন তিনি। তার সঙ্গে ছুটির এই সময়টায় দেশে কিছু কমিটমেন্ট রক্ষার জন্য ফিরে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসানও।

আগেই জানা, তিনদিনের ছুটি শেষে ১৩ সেপ্টেম্বর, বুধবার থেকে কলম্বোয় ফের অনুশীলন শুরু করবে টাইগাররা। বাংলাদেশ দলের সঙ্গে এই অনুশীলনে হাজির থাকবেন সাকিব-মুশফিক দু’জনই।

সে হিসেবে আজই কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন মুশফিকুর রহিম। তবে, সাকিব ঢাকা ছেড়েছেন মঙ্গলবার রাতেই। যদিও তিনি কলম্বো যাননি। গিয়েছেন দুবাই। সেখান থেকে থেকে কলম্বো এসে দলের সঙ্গে যোগ দেবেনর তিনি।

বিসিবি প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান জাগো নিউজকে জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮টা নাগাদ দুবাইয়ের উদ্দেশ্যে বিমানে উঠেছেন সাকিব। দুবাই হয়ে আজ বুধবার সকালে কলম্বো যাবেন তিনি এবং বিকেলে দলের সাথে অনুশীলন করবেন।

ওয়াসিম খান জানান, এক সাথে দেশে ফিরলেও সদ্য দ্বিতীয় সন্তানের জনক হওয়া মুশফিকুর রহিম কলম্বো ফিরছেন আজ ১৩ সেপ্টেম্বর সকালে।

এদিকে জানা গেছে, লন্ডনে হাঁটুর অপারেশন শেষ হওয়ার পর ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশে ফিরবেন পেসার এবাদত হোসেন।

 

পূর্ববর্তী নিবন্ধলা পাজে বলিভিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধপেরুর বিপক্ষে ব্রাজিলের কষ্টসাধ্য জয়