দুদিনের সফরে রংপুর গেলেন এরশাদ

পপুলার২৪নিউজ ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুদিনের সফরে রংপুর গেছেন।

সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর পর বেলা সাড়ে ১১টায় মাহীগঞ্জ কলেজ শিক্ষক নিয়োগ বোর্ডে অংশ নেন হুসেইন মুহম্মদ এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

সকালে তাকে বিমানবন্দরে বিদায় জানান- পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আবদুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম মহাসচিব আশরাফ সিদ্দিকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহজামাল রানা, কাজী আবুল খায়ের।

মঙ্গলবার বেলা দেড়টায় রংপুর সার্কিট হাউস থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

বেলা ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন তিনি। বিকাল ৫টায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে উপস্থিত থাকার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিষ মেশানো চিঠি পাঠিয়ে ট্রাম্পকে হত্যার ছক
পরবর্তী নিবন্ধএকদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন করেছে আ’লীগ: ফখরুল