দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল এবং বীর কান্ত রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাদের বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, এস এম শামীম ইকবালকে স্থায়ীভাবে এবং একই অপরাধে বীর কান্ত রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুদক সূত্র জানায়, এস এম ইকবাল সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় কর্মরত অবস্থায় একটি দুর্নীতির মামলায় এক বছরের বেশি সময় আদালতে চার্জশিট দাখিল না করে নিজের কাছে রেখে দেন। দুদকের বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার তাকে দুদকের চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এ বরখাস্ত আদেশের ফলে তিনি অবসরের কোনো সুবিধা পাবেন না।
অন্যদিকে সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরে কর্মরত সহকারী পরিচালক বীর কান্ত রায় একটি ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তদন্ত কার্যক্রমে এক বছরের বেশি সময়ক্ষেপণ করেন।