দুইদিনেই ৩০০ কোটি ছাড়ালো ‘আরআরআর’ সিনেমার আয়

বিনোদন ডেস্ক : বক্স অফিসে সাফল্যের গল্প হয়ে উঠছে ‘আরআরআর’ সিনেমাটি। এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল এটি। যা করোনার কারণে বারবার পিছিয়েছে।

সিনেমাটি ২৫ মার্চ মুক্তি পায়। মুক্তির দুদিন পার করে আর আয় দাঁড়িয়েছে ৩০০-৩২০ কোটি রুপি! যা ক্রমেই ভারতীয় সিনেমায় এক ইতিহাস তৈরি করে চলেছে।

ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে। দক্ষিণী দুই সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে দেখার সুযোগ পেলেন ভক্তরা এ ছবি দিয়ে। আরও আছেন বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগণ।

সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ২২৩ কোটি। এটি ভারতসহ সারা বিশ্বের ৮ হাজার হলের আয়ের পরিসংখ্যান ।

যা দ্বিতীয় দিনে এসে ৩০০ কোটি ছাড়িয়েছে৷

এরইমধ্যে আয়ের দিক থেকে বিশাল এক রেকর্ডও গড়ে ফেলেছে ‘আরআরআর’। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে এখন ‘আরআরআর’।

আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই ছবিটি তার বাজেটের ৬০০ কোটি রুপি ঘরে তুলে মুনাফার মুখ দেখবে৷

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনের কুকুর সরিয়ে নেওয়া হচ্ছে টেকনাফে
পরবর্তী নিবন্ধহাসপাতালে ভর্তি পরীমনি